.....
- Back to Home »
- উদ্যোগ , কুটির শিল্প , ব্যবসা বানিজ্য »
- উদ্যোগ : পরিষ্কার করার মিশ্রণ
উদ্যোগ : পরিষ্কার করার মিশ্রণ
(Cleaning Compound)
(Cleaning Compound)
উপকরণ
ক্যাস্টাইল সোপ (Castile Soap) : ১২০ গ্রাম
পানি (Water) : ২ পাইন্ট
অ্যামোনিয়া (Conc. Ammonia -26°) : ১২০ গ্রাম
ওলিক এসিড (Oleic Acid) : ৩০ গ্রাম
গ্লিসারিন (Glycerin) : ১২০ গ্রাম
মিথাইল অ্যালকোহল (Methyl Alcohol) : ২৪০ গ্রাম
কাবর্ন টেট্রা ক্লোরাইড (Carbon Tetra Chloride) : ৫ কি. ৪০০ গ্রাম
পদ্ধতি
উত্তপ্ত পানিতে ক্যাস্টইল সোপ অনায়াসেই গলে যায়। সেই উত্তপ্ত পানি ঠান্ডা হয়ে ১০০ ডিগ্রী ফারেনহাইট হলে – ঐ পানির সাথে ওলিক এসিড ও গ্লিসারিন উত্তমরূপে মেশান। তারপর মিথাইল অ্যালকোহল ঢালুন ও মেশান। কাবর্ন টেট্রা ক্লোরাইডসহ বারবার নাড়াচাড়া করতে থাকুন। নাড়তে নাড়তে ইমালশানের মত হবে। যাতেই প্যাক করুন, ওপরে লেবেলে লেখা থাকবে, “ব্যবহার করার আগে উত্তমরূপে নেড়েচেড়ে নিন” (Shake well before using)।
ব্যবহারের নিদের্শ
স্পঞ্জের সাহায্যে ঘষে ঘষে যে সকল দ্রব্যাদি পরিষ্কার করা হয়- সেক্ষেত্রে উপরোক্ত ক্লীনিং কম্পাউন্ডটি ব্যবহার করা হয়ে থাকে। খুব ময়লা জায়গা ঘষার জন্য শক্ত ব্রাশ (Stiff Brush) দিয়ে এই ক্লীনিং কম্পাউন্ডটি ব্যবহার করতে হবে, তারপরে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলতে হবে।
তথ্যসূত্র : কোলকাতা থেকে প্রকাশিত ‘কুটীর শিল্প’ গাইড।