.....
- Back to Home »
- উদ্যোগ , কুটির শিল্প , ব্যবসা বানিজ্য »
- উদ্যোগ : দাগ বা চিহ্ন দূর করার লোশন
উদ্যোগ : দাগ বা চিহ্ন দূর করার লোশন
(Spot & Stain Remover Lotion)
উপকরণ
ন্যাপথা সলভেন্ট (Naphtha Solvent) : ৫৭%
পানি (Water) : ৪০%
সোডা সোপ (Soda Soap) : ০.১%
গ্লিসারিল মনো-ওলিট (Glyceryl Mono-oleate) : ১.৯%
সালফেটেড অয়েল (Sulphated Oil) : ০.৩%
পদ্ধতি
৫০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপে গ্লিসারিল মনো-ওলিট ও ন্যাপথা সলভেন্ট উত্তমরূপে মিশিয়ে নিতে হবে। অপর একটি পাত্রে পানি ৬০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপে গরম করে বেশ কিছুক্ষণ নেড়ে ন্যাপথা সলভেন্ট মিশ্রণটি ঢালতে হবে। তারপর ঠান্ডা না হওয়া পযর্ন্ত নাড়াচাড়া করতে হবে।
ব্যবহারের নিদের্শ
যে অংশের দাগ দূর করতে হবে, সেই অংশের নীচে একটি কাপড়ের প্যাড রাখুন, এবং অপর একটি পরিষ্কার কাপড়ের টুকরো বা তুলো উপরের লোশন ভিজিয়ে নিয়ে দাগের জায়গায় ধীরে ধীরে ঘষতে থাকুন এবং পরে জায়গাটি ধুয়ে নিন। এই লোশনটি গন্ধহীন। তাছাড়া এটি ব্যবহারে মূল্যবান বস্ত্রাদির কোনরূপ ক্ষতি হবে না বা রং নষ্ট করবে না।
তথ্যসূত্র : কোলকাতা থেকে প্রকাশিত ‘কুটীর শিল্প’ গাইড।