.....
- Back to Home »
- উদ্যোগ , কুটির শিল্প , ব্যবসা বানিজ্য »
- উদ্যোগ : ড্রাই ক্লীনিংয়ের জন্য মিশ্রণ
উদ্যোগ : ড্রাই ক্লীনিংয়ের জন্য মিশ্রণ
(Dry Cleaning Fluids)
উপকরণ
কাবর্ন টেট্রা ক্লোরাইড (Carbon Tetra Chloride) : ২ কি. ৭০০ গ্রাম
গ্যাসোলিন (Gasoline) : ১ কি. ৮০০ গ্রাম
ক্লোরোফর্ম (Chloroform) : ১ পাইট
পারফিউমিং অয়েল (Perfuming Oil) : ৬০ গ্রাম
অয়েল অফ বার্গামেট (Oil of Bergamot) : ২ গ্রাম
অয়েল অফ রোজমেরী (Oil of Rosemary) : ১ গ্রাম
লবঙ্গ তেল (Oil of Clones) : ১ গ্রাম
তিক্ত বাদামের তেল (Oil of Bitter Almonds) : ১ গ্রাম
পদ্ধতি
উপরোক্ত দ্রব্যাদি Mixer for Liquid Detergents যন্ত্রের মাধ্যমে অথবা অন্য কোন পাত্রে রেখে উত্তমরূপে মিশিয়ে নিতে হবে।
ব্যবহারের নিদের্শ
ড্রাই ব্রাশের সাহায্যে যন্ত্র বা পোশাকের ধুলো ময়লা আগে ঝেড়ে নিতে হবে, তারপর নরম কাপড়ের টুকরো বা তুলো তরল মিশ্রণে ডুবিয়ে বস্ত্র বা পোশাকটি উত্তমরূপে ঘষতে হবে। বস্ত্র বা পোশাকের নীচে একটি পরিষ্কার সাদা কাপড় রাখতে হবে-যাতে অতিরিক্ত তরল পদার্থ শুষে নিতে পারে।
তথ্যসূত্র : কোলকাতা থেকে প্রকাশিত ‘কুটীর শিল্প’ গাইড।