.....
- Back to Home »
- উদ্যোক্তা উন্নয়ণ , উদ্যোক্তা প্রশিক্ষণ , উদ্যোগ , প্রতিবেদন , ব্যবসা বানিজ্য »
- তরুণরা উদ্যোক্তা হলে অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে
গতকাল ০৬ অক্টোবর ২০১৩, রোববার রাজধানীর ধানমন্ডিতে ওমেন ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে আয়োজিত উদ্যোক্তা হাটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। হাটের উদ্বোধন করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি মো. সবুর খান।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে এবং ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’র আয়োজনে প্রথমবারের মতো এবার উদ্যোক্তা হাট চালু হলো। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও মিডিয়া পার্টনার বণিক বার্তা।
অনুষ্ঠানে সবুর খান বলেন, ‘আমাদের দেশের জনসংখ্যার অধিকাংশই তরুণ। তাই আমরা যদি এ তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারি, তাহলে দেশের অর্থনৈতিক দৃশ্যপটই বদলে যাবে এবং দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’ ডিসিসিআইয়ের পক্ষ থেকে নতুন উদ্যোক্তাদের সহায়তার ব্যাপারে নানা উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
আপনারা পড়ছেন, তরুণরা উদ্যোক্তা হলে অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান, জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আলমাস কবির, বিডি ভেঞ্চার লিমিটেডের সভাপতি শওকত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, নতুন উদ্যোক্তাদের শুরুতে সফল হতে হলে অল্প পুঁজি দিয়েই এগিয়ে যেতে হবে।
এক্ষেত্রে শুরুতে ভালো কয়েকজন গ্রাহককে টার্গেট করে তাদের সন্তুষ্ট করে পরবর্তী সময়ে আরো গ্রাহকের ব্যাপারে কাজ করতে হবে।
তারা বলেন, বর্তমানে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৩ কোটি। প্রতি বছরই কর্মবাজারে নতুন ২১ লাখ তরুণ-তরুণী যুক্ত হচ্ছেন। বিশ্বব্যাপী এগিয়ে যাওয়া ও অগ্রসরমাণ দেশগুলো বেকারত্ব সমস্যার সমাধান করেছে উদ্যোক্তা তৈরি করে। এসব ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা একই সঙ্গে দেশজ উৎপাদন যেমন বাড়ান, তেমনি তারা কর্মসংস্থানের সুযোগও তৈরি করেন।
সূত্র : বনিক বার্তা