.....
- Back to Home »
- আত্ম-উন্নয়ন , আত্মকথন , আমার লেখা »
- ছোট্ট একটা আর্জি (আত্মকথন)
পূর্নিমা রাতে আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবতে ইচ্ছে করে না। শুধুই বিমগ্ন নয়নে তাকিয়ে থাকতে থাকতে প্রশ্ন করতে ইচ্ছে করে 'হে আকাশ আমাকে কি তোমার গোপন বিদ্যা শিখিয়ে দিবে কিভাবে এত উদার হতে হয়? আমি উদার হতে চাই, এ সংকীর্ণ মন নিয়ে জীবনযাপন করতে আমার খুব কষ্ট হয়। দাওনা শিখিয়ে।' আমার এ আর্জি আকাশ হয়ত শুনতে পায় না।