.....


ব্যবসা শুরু করতে গেলে নানান রকমের লিগ্যাল কাগজপত্রের প্রয়োজন পড়ে। এসব কাগজপত্র কোথা থেকে করব, কিভাবে করব এইসব নিয়ে নতুন উদ্যোক্তাদের থাকে নানান রকম প্রশ্ন থাকে। একজন উদ্যোক্তাকে সর্বপ্রথম যে গুণটি অর্জন করা উচিত তা হলো “তার প্রয়োজন অনুযায়ী সঠিক তথ্যগুলো খুঁজে বের করার ক্ষমতা” ! ইন্টারনেটের দৌরাত্ত্বে আজকাল তথ্য পাওয়া আর কোনো জটিল বিষয় নয়। এরপর ঐ উদ্যোক্তার উচিত হবে তার প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্য উপাত্ত সমূহ যথাযথভাবে স্ট্যাডি করা এবং যে বিষয়গুলো সে বুঝবে না সেগুলো মার্ক করে কোনো বিশেষজ্ঞ’র পরামর্শ নেয়া।

কারো কাছে কোনো ভুলভ্রান্তি নজরে এলে বা নতুন কোনো তথ্য উপাত্ত পেলে তা সংশোধন ও সংযোজন করে দেয়ার জন্যে বিশেষ অনুরোধ থাকল। নতুন প্রাপ্ত তথ্য উপাত্ত আমি পরবর্তীতে এই পোষ্টে নিয়মিত ভাবে সংযোজন করতে চেষ্টা করব।

ট্রেড লাইসেন্স এর জন্যেঃ
http://www.dhakacity.org/index.php

কোম্পানি রেজিষ্ট্রেশন এর জন্যেঃ
http://www.roc.gov.bd
http://www.roc.gov.bd:7781

নেম ক্লিয়ারেন্স যাচাই এর জন্যেঃ
http://www.roc.gov.bd:7781/psp/nc_search?p_user_id=

VAT, TAX & Customs সংক্রান্ত তথ্য ও সহযোগিতার জন্যেঃ
http://www.nbr.gov.bd/Portal/HomePage.aspx?lg=bangla
http://www.nbr-bd.org/index.html
http://www.nbrepayment.org

Export-Import বিষয়ক তথ্য সহায়তা ও লাইসেন্স এর জন্যেঃ
http://www.epb.gov.bd
http://www.ccie.gov.bd
http://www.bsbk.gov.bd
http://www.bdtariffcom.org

চেম্বার অব কমার্স বিষয়ক তথ্যঃ
http://www.fbcci-bd.org
http://www.dhakachamber.com
http://www.mccibd.org

বীমা সংক্রান্ত তথ্য সহায়তার জন্যেঃ
http://www.sbc.gov.bd
http://www.jbc.gov.bd
http://www.idra.org.bd/idra-org/index.htm

আপনারা পড়ছেন, নতুন উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় ওয়েবসাইটের লিংকসমূহ

কপিরাইট সংক্রান্ত সহায়তার জন্যেঃ
http://copyrightoffice.gov.bd

ডিজাইন, পেটেন্ট ও ট্রেড মার্ক সংক্রান্ত সহায়তার জন্যেঃ
http://www.dpdt.gov.bd

ফায়ার লাইসেন্স এর জন্যেঃ
http://www.fireservice.gov.bd

পরিবেশ অধিদপ্তর এর লাইসেন্স এর জন্যেঃ
http://www.doe-bd.org

বিএসটিআই রেজিষ্ট্রেশন ও লাইসেন্স এর জন্যেঃ
http://www.bsti.gov.bd

হালাল ও অর্গানিক সার্টিফিকেট এর জন্যেঃ
http://www.halalbangladesh.org
http://bopma.org
http://www.sgs.es/en.aspx

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত সহায়তার জন্যেঃ
http://www.ictd.gov.bd
http://www.bcc.net.bd
http://www.basis.org.bd

সমবায় অধিদপ্তরঃ
http://www.coop.gov.bd
http://www.rdcd.gov.bd

বানিজ্য মন্ত্রনালয়ঃ
http://www.mincom.gov.bd

শিল্প মন্ত্রনালয়ঃ
http://www.moind.gov.bd

অর্থ মন্ত্রনালয়ঃ
http://www.mof.gov.bd/en

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ঃ
http://www.mosict.gov.bd
http://www.bcsir.gov.bd

কৃষি মন্ত্রনালয়ঃ
http://www.moa.gov.bd
http://www.mofl.gov.bd

বাংলাদেশ ব্যাংকঃ
http://www.bb.org.bd

কর্মসংস্থান ব্যাংকঃ
http://www.karmasangsthanbank.gov.bd

বাংলাদেশ সুপ্রীম কোর্টঃ
http://www.supremecourt.gov.bd/scweb

আরো কিছু প্রয়োজনীয় সাইটঃ
http://www.bangladesh.gov.bd
http://www.legalsteps.com.bd/index.html
http://www.smef.org.bd
http://www.bscic.gov.bd
http://bangladesh.smetoolkit.org/south-asia/en
http://www.bplans.com

তথ্যসূত্র : বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক পরিচালিত "চাকরি খুজব না দেব" নামব উদ্যোক্তা ব্লগে সাজ্জাত হোসাইনের লিখিত পোষ্ট।

{ 1 comments... read them below or add one }

ই-মেইল সাবস্ক্রিপশন

Enter your email address:

Delivered by FeedBurner

ক্যাটাগরীসমূহ

পৃষ্ঠাসমূহ

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Protected by Copyscape

ব্লগটি মোট পড়া হয়েছে

বাঙলা ব্লগ. Powered by Blogger.

- Copyright © মেহেদী হাসান-এর বাঙলা ব্লগ | আমার স্বাধীনতা -Metrominimalist- Powered by Blogger - Designed by Mahedi Hasan -