.....
- Back to Home »
- উদ্যোক্তা উন্নয়ণ , উদ্যোক্তা প্রশিক্ষণ , উদ্যোগ , ব্যবসা বানিজ্য »
- নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমেই অর্থনৈতিক প্রবৃদ্ধি করা সম্ভব : সামিরা জুবেরী হিমিকা
প্রশ্ন : ন্যাশনাল এন্টারপ্রেনার সামিট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে কেমন লাগছে? কেন উদ্যোক্তাদের নিয়ে কাজ করার ইচ্ছে হল?
সামিরা জুবেরী হিমিকাঃ
এককথায়, অসাধারন এক শুরু। এমন অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা অভিভূত। ন্যাশনাল এন্টারপ্রেনার সামিট (নেস) উদ্যোক্তা তৈরি এবং বাংলাদেশে সম্ভবনাময় ব্যবসায় উদ্যোগ এবং উদ্যোক্তাকে সঠিক দিকনির্দেশনা এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখার প্ল্যাটফর্মটি তৈরি করতে পেরেছে বলে মনে করি। নেস (সন্মেলন)-এর সাফল্য আমাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরনা যোগাবে। দেশে দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তা শ্রেণী তৈরিতে প্রতিষ্ঠানিক উদ্যোগের প্রয়োজনীয়তা বহুদিন ধরেই অনুভূত হচ্ছিল। কারন, আমাদের দেশে বেড়ে চলা জনসংখ্যার সঙ্গে বাড়ছে বেকারত্ব। প্রতিবছর সৃষ্ট প্রায় ২০ লাখ বেকারত্বের বিপরীতে সরকারি-বেসরকারি পর্যায়ে মাত্র ১০ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। অন্যদিকে কাজের সুযোগ বঞ্চিত বাকি ১০ লাখের অধিকাংশই শিক্ষিত যুবক। আর সেখানেই রয়েছে অমিত সম্ভাবনা। উদ্যোক্তা তৈরির মাধ্যমে বিশাল এ বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। আর ২০২১ সালের মধ্যে বাংলদেশকে মধ্য-আয়ের দেশে পরিনত করতে হলে নতুন উদ্যোক্তা তৈরির কোন বিকল্প নেই। শুধুমাত্র নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা বা হওয়া সম্ভব।
সামিরা জুবেরী হিমিকাঃ
সত্যিকারের উদ্যোক্তা বান্ধব পরিবেশ তৈরি করতে প্রথমেই প্রয়োজন আমাদের মানসিকতার ব্যাপক পরিবর্তন। নেস এর ২দিনব্যাপী সন্মেলনে এই বিষয়ে তৃনমূল থেকে শুরু করে দেশের নানান প্রান্ত থেকে আসা উদ্যোক্তাদের মতামত আমরা পেয়েছি। আমার মনে হয় আর্থিক সহায়তা/লোন/বিনিয়োগ, পরিচর্যা কেন্দ্র, ট্রেনিং, তথ্য, টেকনোলজি, মার্কেটিং ইত্যাদি নিয়ে নেস-এর কর্মময় দিন পার হবে আগামী সামিট পর্যন্ত। বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠানের সাথে একযোগে উদ্যোক্তা উন্নয়নই মূল কাজ। শীঘ্রই আমরা বছরব্যাপী পরবর্তী কার্যক্রমের ঘোষণা দিতে যাচ্ছি আমাদের ওয়েব সাইট www.riseforgdp.com ও ফেসবুক পেজ http://www.facebook.com/riseforgdp।
সামিরা জুবেরী হিমিকাঃ
যদি বলি আমাদের দেশে নারী উদ্যোক্তারা লিঙ্গ বৈষম্যের কারণে অতিরিক্ত সমস্যার সম্মুখীন হন না তাহলে ভুল বলা হবে। তবে একজন নারী উদ্যোক্তা হিসেবে আমি বলতে পারি তা পূর্বের চেয়ে অনেক কম। অভীষ্ট লক্ষ্য অর্জনের দৃঢ়তা আর পারস্পরিক শ্রদ্ধাবোধ দিয়ে তা ওভারকাম করা সম্ভব। আর এক্ষেত্রে সচেতনতার অভাব রয়েছে। যেমন অনেক নারী জানেন না যে, নারী উদ্যোক্তারা ব্যাংক থেকে ৯%-১০% হারে ঋণ পেতে পারে। সেজন্য আমি বলব যে, লিঙ্গ বৈষম্যের কথা আমরা বলি, কিন্তু এটা কাটিয়ে উঠতে তথ্যের যে প্রবাহ দরকার সে জায়গায় কাজ করছি না।
সামিরা জুবেরী হিমিকাঃ
নিশ্চয়ই । ফ্রিল্যান্সিং নারীদের কর্মসংস্থানের বড় সম্ভাবনাময় একটি ক্ষেত্র হিসেবে ইতিমধ্যে প্রমাণিত। সবচে আশার কথা, আমাদের সমাজে কর্মজীবী নারীরা সাধারণত যেসকল বাধার সম্মুখীন হন ফ্রি ল্যান্সিংয়ে কাজের ক্ষেত্রে তা নেই বললেই চলে।
আপনারা পড়ছেন, নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমেই অর্থনৈতিক প্রবৃদ্ধি করা সম্ভব
প্রশ্ন : যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছে, তারা যাতে সার্বক্ষণিক সাহায্য পায় এমন কোন পরিকল্পনা কি আপনার আছে?
সামিরা জুবেরী হিমিকাঃ
অবশ্যই। আমাদের মূল কাজের জায়গাটা সেখানেই। নেস-এর এই সন্মেলনটি একটি ফ্লাগশিপ ইভেন্ট মাত্র। সন্মেলনে অংশগ্রহণকারী এবং নিবন্ধিত সকল উদ্যোগতাদের বছরব্যাপী ব্যবসায়িক সুবিধা-অসুবিধা, চাহিদা ইত্যাদি নিয়ে আলোচনা, পরামর্শ ও তথ্য বিনিময়ের প্ল্যাটফর্ম তৈরি এবং প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের মাধমে তাদের উন্নতি সাধনের পথনির্দেশনা দেয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। উদ্যোক্তাদের সার্বক্ষণিক সাহায্য করতে আমাদের সাথে যোগাযোগ করা যাবে info@riseforgdp.com এ।
প্রশ্ন : কেমন বাংলাদেশকে রেখে যেতে চান?
সামিরা জুবেরী হিমিকাঃ
বেকারত্বহীন, অর্থনীতিতে ক্রমপ্রবৃদ্ধিশীল মধ্য-আয়ের একটি দেশ, যে দেশে প্রকৃত দেশপ্রেমিকরাই বসবাস করে।
প্রশ্ন : আপনার টিম-ইঞ্জিন নিয়ে কি ধরনের স্বপ্ন দেখেন?
সামিরা জুবেরী হিমিকাঃ
টিম-ইঞ্জিন-এর শুরু থেকেই সকল কাজ সামাজিক দায়বদ্ধতা থেকে করা হয়ে থাকে। বলছি না যে, আমারা নন-প্রফিট প্রতিষ্ঠান। কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা সবসময় মূল অনুপ্রেরনার উৎস। সেই অনুপ্রেরনাতেই বাকিটা পথ চলতে চাই। আর সেই পথচলায় অর্থনৈতিক অর্জনের চেয়ে সমাজের জন্য কিছু করতে পারা অনেক বেশী প্রাপ্তিযোগ করবে।
তথ্যসূত্র : ওয়েবসাইট