.....
- Back to Home »
- উদ্যোগ , কুটির শিল্প , ব্যবসা বানিজ্য »
- উদ্যোগ : স্যানিটারি দ্রব্যাদি পরিষ্কারক
উদ্যোগ : স্যানিটারি দ্রব্যাদি পরিষ্কারক
(Sanitary Household Cleaner)
উপকরণ
হাইড্রেটেড সোডিয়াম সেস্কুইকাবোর্নেট (Hydrated Sodium Sesqui-carbonate)-৫১.৯%
সোডিয়াম সোপ (Sodium Soap)-১.৫%
পাইন অয়েল (Pine Oil)-৩.১%
অক্সিক্লোস্টারিন অ্যাবজরপশান বেস (Oxychlosterin Absorption Base)-১.০%
অংশত হাইড্রেটেড ট্রাইসোডিয়াম ফসফেট (Partially Hydrated Trisodium Phosphate)-৪২.৫%
পদ্ধতি
বারবার চালুনি দিয়ে ছেঁকে নিয়ে মিহি অবস্থায় সকল দ্রব্যাদি একত্রে মেশাতে হবে। সারারাত মিশ্রণটি একত্রিত অবস্থায় রাখতে হবে।
ব্যবহারের নিদের্শ
সাধারনভাবে পরিষ্কার করার জন্য ৪.৫৫ লিটার উষ্ঞ পানির সাথে ১ বড় চামচ (Table Spoon) পাউডার মেশাতে হবে। অত্যন্ত দাগযু্ক্ত স্যানিটারী দ্রব্যাদি ধোওয়ার জন্য ৪.৫৫ লিটার উষ্ঞ পানির সাথে বড় চামচের দেড় চামচ পাউডার মেশাতে হবে।
তথ্যসূত্র : কোলকাতা থেকে প্রকাশিত ‘কুটীর শিল্প’ গাইড।