.....


উদ্যোগ : ডিটারজেন্ট পাউডার তৈরি
(Detergent Powder)

উপকরণ
সোডিয়াম ট্রিপলিফসফেট (Sodium Triployphosphate)-৩৪.০%
টেট্রা সোডিয়াম পায়রোফসফেট (Tetra Sodium Pyrophosphate)-৬.৬০%
ডিসোডিয়াম হাইড্রোজেন ফসফেট (Disodium Hydrogen Phosphate)-৯.৪০%
সোডিয়াম সালফেট (Sodium Sulphate)-১৩.৯৫%
সোডিয়াম কাবোর্নেট (Sodium Carbonate)-১.৫০%
সোডিয়াম সিলিকেট (Sodium Silicate 1:3,25 ratio)-৩.৯৮%
সোডিয়াম কাবর্ক্সমিথল সেলুলোজ (Sodium Carboxmethyl Cellulose)-০.৫৫%
সোডিয়াম এল্কিল এরিল সালফোনেট (Sodium Alkyl Aryl Sulphonate)-১৮.৭৫%
ফেটি-অ্যামাইড কন্ডেন্সেট (Fatty-amide Condensate)-২.৪৫%
ফ্লুরোসেন্ট ডাই-অপটিকাল ব্লীচ (Fluorescent dye-optical bleach)-০.০০৫%

পদ্ধতি
সূক্ষ্ম চালুনি দিয়ে ছেকেঁ নিয়ে উপরোক্ত দ্রব্যাদি ভালোভাবে মিশ্রিত করতে হবে। বেশি পরিমাণে ডিটারজেন্ট পাউডার তৈরি করতে হলে মিক্সিং (Mixing Machine) এবং শিফটিং মেশিন (Shifting Machine) ব্যবহার করা কর্তব্য।


ডিটারজেন্ট পাউডার তৈরি – দ্বিতীয় প্রণালী
(Detergent Powder – Second Method)

[এই ডিটারজেন্ট পাউডারের সাথে Water Softener বা সাবান মেশাবার প্রয়োজন হয় না]

উপকরণ
সালফেটেড কোকোনাট অয়েল মনোগ্লিসারাইড (Sulphated Coconut Oil Monoglyceride)-৩১.৫%
অ্যানহাইড্রাস সোডিয়াম সালফেট (Anhydrous Sodium Sulphate)-৬৫.৯%
সোডিয়াম ক্লোরাইড (Sodium Chloride)-১.৪৫%
ফ্লুরোসেন্ট ডাই-অপটিকাল ব্লীচ (Fluorescent dye-optical bleach)-০.০০২%

পদ্ধতি
উত্তমরূপে ছেকেঁ নিয়ে উপরোক্ত দ্রব্যাদি একত্রে মেশাতে হবে। বেশি পরিমানে এ ধরনের ডিটারজেন্ট পাউডার তৈরি করতে হলে শিফটিং মেশিন (Shifting Machine) ব্যবহার করা কর্তব্য।

ব্যবহারের নিদের্শ
আগে বস্ত্রাদির বিশেষ দাগযুক্ত অংশ তুলে নিন। তারপর গরম পানিতে ডিটারজেন্ট পাউডার মিশ্রিত করুন। পশমী বস্ত্র বা পোশাক এবং মূল্যবান সূতী বস্ত্রাদি ধোওয়ার জন্য গরম পানি ব্যবহার করা সঙ্গত। লিনোলিয়াম, কাঠের খোদাই করা কারুকায এবং চিত্রিত দেয়াল পরিষ্কার করার জন্যও এই ডিটারজেন্ট পাউডারটি ব্যবহার করা যেতে পারে।

তথ্যসূত্র : কোলকাতা থেকে প্রকাশিত ‘কুটীর শিল্প’ গাইড।


{ 26 comments... read them below or Comment }

  1. আপনারা এখানে ডিটারজেন্ট তৈরীর যে সকল উপাদানের নাম দিয়েছেন তা বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় না। দয়া করে আমাকে বলবেন কি এগুলো কোথায় পাওয়া যাবে।

    ReplyDelete
  2. বাংলাদেশের মার্কেটে বেশি চলে হলো ইউনিলিভারের রিন পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার আর চলে তিব্বত এর ফাষ্ট ওয়াশ। দয়া করে আমাকে এমন একটা ফর্মূলা দিবেন যাতে করে তাদের মত কোয়ালিটি সম্পন্ন হয়।

    ReplyDelete
    Replies
    1. আমি আপনাকে ফর্মুলা এবং প্রয়োজনীয় কেমিক্যাল উপাদান এর তথ্য দিতে পারবো। আবংলাদেশেই এই সব এখন পাওয়া যায়। বাংলাদেশে যারা ACI, Uniliver, Fast Wash, Keyea, Rediant, ETc কোম্পানী গুলো যাদের থেকে রো ম্যাটেরিয়ালস নেয় আমি সেই ফেনুফ্যাকচারর এর সাথে আপনার যোগাযো করিয়ে দিবো। বিস্তারিত জানতে কল করুন : 01739078383

      Delete

  3. বাংলাদেশের মার্কেটে বেশি চলে হলো ইউনিলিভারের রিন পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার আর চলে তিব্বত এর ফাষ্ট ওয়াশ। দয়া করে আমাকে এমন একটা ফর্মূলা দিবেন যাতে করে তাদের মত কোয়ালিটি সম্পন্ন হয়।

    ReplyDelete
    Replies
    1. আমাদের কাছে পাবেন ০১৭৬১০২৫৭১৯

      Delete
  4. এই খোলা ভাল মানের পাউডার কুথায় পাওয়া যাবে?
    এড্রেস দিবেন কি?

    ReplyDelete
    Replies
    1. আমাদের কাছে সকল প্রকার ক্যামিকেল পাবেন ০১৭৮৩৯৬৮৩৭৭

      Delete
    2. আমাদের কাছে ০১৭৮৩৯৬৮৩৭৭

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. AMT chemical industry barisal 01716507750

      Delete
    5. ভালো মানের ডিটারজেন্ট, ডিস ওয়াশ বার, লিকুইড ডিস ওয়াশ, কিচেন ওয়াশ, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, গ্লাস ক্লিনার, হ্যান্ড ওয়াশ, সাবান ইত্যাদি পন্য যারা হোলসেলে নিতে চাচ্ছেন। বা বিজনেস করতে চাচ্ছেন। তারা আমাদের থেকে নিতে পারেন, টনকে টন আপনার যত দরকার দেওয়া যাবে। এবং এগুলো আমাদের থেকে নিয়ে আপনি নিজের কোম্পানীর নামে ব্রন্ডিং প্যাক করে মার্কেটিং করতে পারবেন ফলে আপনার ফ্যাক্টরি বা মেশিনারীজে ইনভেস্ট করতে হবে না। আমরা আপনাকে পন্য উৎপাদন করে দিবো আপনি বিজনেস করবেন আপনার কোম্পানীর নামে। বিস্তারিত জানতে কল করুনঃ 01739078383

      Delete
  5. আমাদের দরকার মান সম্পন্ন ডিটারজেন্ট পাওডার এবং ভিম বার/ লিকুইড ডিস ওয়াস বিদেশী মোড়কে অথবা বাজারে প্রচলিত নামের বাইরে অন্য নামে । আমরা ৭/৮ জেলায় এন জি ও কর্মীর মাধ্যমে বিপণন করছি। টন টন লাগবে। কে দিতে পারবেন?

    ReplyDelete
    Replies
    1. We can supply

      +৮৮০১৭১২২২৩৬৩৭ WhatsApp

      Delete
    2. আমাদের সাথে যোগাযোগ করুন ০১৭৭৯৬৭৬০৩৫

      Delete
    3. AMT chemical industry barisal 01716587750

      Delete
    4. Ai Number a call.din 01627874850

      Delete
  6. কেমিক্যাল কোন জেলায় পাবো

    ReplyDelete
    Replies
    1. কোন ধরনের কেমিক্যাল আপনার প্রয়োজন,,০১৭৭৫৯৯৫৬৫০

      Delete
  7. ডিটারজেন্ট তৈরী করতে কেমিস্ট লাগবে।

    ReplyDelete
  8. ডিটারজেন্টের সকল প্রকার উন্নত মানের পাউডার ও লিকুইড কেমিক্যাল পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি।যা আমদানি করা হয়ে থাকে বিশ্বের বিভিন্ন উন্নতশীল দেশ থেকে। আর জানতে যোগাযোগ করুণ এই নাম্বারে 📞01934499396

    ReplyDelete
  9. আপনাদের কাছে কাপড় কাচার বাটি সাবান তৈরির ক‍্যেমিকেল আছে।

    ReplyDelete
    Replies
    1. আমাদের কাছে আছে বিস্তারিত জানতে কল করুনঃ ০১৭৩৯০৭৮৩৮৩

      Delete
  10. কাপড় কাঁচা সাবান তৈরীর বাটি বা সাঁচ বাংলাদেশের ঢাকার কোথায় পাওয়া যায়। কেউ জানালে বা পরামর্শ দিলে উপকৃত হবো। মোবাইল নং–০১৯৩৫৮২৩৭৬৮.

    ReplyDelete
  11. ভালো মানের ডিটারজেন্ট পাউডার, লুজ অথবা প্যাকেট পাইকারি মূল্যে নিতে চাইলে যোগাযোগ করুন। 01642837250। ধন্যবাদ।

    ReplyDelete

ই-মেইল সাবস্ক্রিপশন

Enter your email address:

Delivered by FeedBurner

ক্যাটাগরীসমূহ

পৃষ্ঠাসমূহ

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Protected by Copyscape

ব্লগটি মোট পড়া হয়েছে

বাঙলা ব্লগ. Powered by Blogger.

- Copyright © মেহেদী হাসান-এর বাঙলা ব্লগ | আমার স্বাধীনতা -Metrominimalist- Powered by Blogger - Designed by Mahedi Hasan -