.....
- Back to Home »
- উদ্যোগ , কুটির শিল্প , ব্যবসা বানিজ্য »
- উদ্যোগ : ডিটারজেন্ট পাউডার তৈরি
উদ্যোগ : ডিটারজেন্ট পাউডার তৈরি
(Detergent Powder)
উপকরণ
সোডিয়াম ট্রিপলিফসফেট (Sodium Triployphosphate)-৩৪.০%
টেট্রা সোডিয়াম পায়রোফসফেট (Tetra Sodium Pyrophosphate)-৬.৬০%
ডিসোডিয়াম হাইড্রোজেন ফসফেট (Disodium Hydrogen Phosphate)-৯.৪০%
সোডিয়াম সালফেট (Sodium Sulphate)-১৩.৯৫%
সোডিয়াম কাবোর্নেট (Sodium Carbonate)-১.৫০%
সোডিয়াম সিলিকেট (Sodium Silicate 1:3,25 ratio)-৩.৯৮%
সোডিয়াম কাবর্ক্সমিথল সেলুলোজ (Sodium Carboxmethyl Cellulose)-০.৫৫%
সোডিয়াম এল্কিল এরিল সালফোনেট (Sodium Alkyl Aryl Sulphonate)-১৮.৭৫%
ফেটি-অ্যামাইড কন্ডেন্সেট (Fatty-amide Condensate)-২.৪৫%
ফ্লুরোসেন্ট ডাই-অপটিকাল ব্লীচ (Fluorescent dye-optical bleach)-০.০০৫%
পদ্ধতি
সূক্ষ্ম চালুনি দিয়ে ছেকেঁ নিয়ে উপরোক্ত দ্রব্যাদি ভালোভাবে মিশ্রিত করতে হবে। বেশি পরিমাণে ডিটারজেন্ট পাউডার তৈরি করতে হলে মিক্সিং (Mixing Machine) এবং শিফটিং মেশিন (Shifting Machine) ব্যবহার করা কর্তব্য।
ডিটারজেন্ট পাউডার তৈরি – দ্বিতীয় প্রণালী
(Detergent Powder – Second Method)
[এই ডিটারজেন্ট পাউডারের সাথে Water Softener বা সাবান মেশাবার প্রয়োজন হয় না]
উপকরণ
সালফেটেড কোকোনাট অয়েল মনোগ্লিসারাইড (Sulphated Coconut Oil Monoglyceride)-৩১.৫%
অ্যানহাইড্রাস সোডিয়াম সালফেট (Anhydrous Sodium Sulphate)-৬৫.৯%
সোডিয়াম ক্লোরাইড (Sodium Chloride)-১.৪৫%
ফ্লুরোসেন্ট ডাই-অপটিকাল ব্লীচ (Fluorescent dye-optical bleach)-০.০০২%
পদ্ধতি
উত্তমরূপে ছেকেঁ নিয়ে উপরোক্ত দ্রব্যাদি একত্রে মেশাতে হবে। বেশি পরিমানে এ ধরনের ডিটারজেন্ট পাউডার তৈরি করতে হলে শিফটিং মেশিন (Shifting Machine) ব্যবহার করা কর্তব্য।
ব্যবহারের নিদের্শ
আগে বস্ত্রাদির বিশেষ দাগযুক্ত অংশ তুলে নিন। তারপর গরম পানিতে ডিটারজেন্ট পাউডার মিশ্রিত করুন। পশমী বস্ত্র বা পোশাক এবং মূল্যবান সূতী বস্ত্রাদি ধোওয়ার জন্য গরম পানি ব্যবহার করা সঙ্গত। লিনোলিয়াম, কাঠের খোদাই করা কারুকায এবং চিত্রিত দেয়াল পরিষ্কার করার জন্যও এই ডিটারজেন্ট পাউডারটি ব্যবহার করা যেতে পারে।
তথ্যসূত্র : কোলকাতা থেকে প্রকাশিত ‘কুটীর শিল্প’ গাইড।
আপনারা এখানে ডিটারজেন্ট তৈরীর যে সকল উপাদানের নাম দিয়েছেন তা বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় না। দয়া করে আমাকে বলবেন কি এগুলো কোথায় পাওয়া যাবে।
ReplyDeleteসহমত
Deleteবাংলাদেশের মার্কেটে বেশি চলে হলো ইউনিলিভারের রিন পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার আর চলে তিব্বত এর ফাষ্ট ওয়াশ। দয়া করে আমাকে এমন একটা ফর্মূলা দিবেন যাতে করে তাদের মত কোয়ালিটি সম্পন্ন হয়।
ReplyDeleteআমি আপনাকে ফর্মুলা এবং প্রয়োজনীয় কেমিক্যাল উপাদান এর তথ্য দিতে পারবো। আবংলাদেশেই এই সব এখন পাওয়া যায়। বাংলাদেশে যারা ACI, Uniliver, Fast Wash, Keyea, Rediant, ETc কোম্পানী গুলো যাদের থেকে রো ম্যাটেরিয়ালস নেয় আমি সেই ফেনুফ্যাকচারর এর সাথে আপনার যোগাযো করিয়ে দিবো। বিস্তারিত জানতে কল করুন : 01739078383
Delete
ReplyDeleteবাংলাদেশের মার্কেটে বেশি চলে হলো ইউনিলিভারের রিন পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার আর চলে তিব্বত এর ফাষ্ট ওয়াশ। দয়া করে আমাকে এমন একটা ফর্মূলা দিবেন যাতে করে তাদের মত কোয়ালিটি সম্পন্ন হয়।
আমাদের কাছে পাবেন ০১৭৬১০২৫৭১৯
Deleteএই খোলা ভাল মানের পাউডার কুথায় পাওয়া যাবে?
ReplyDeleteএড্রেস দিবেন কি?
আমাদের কাছে সকল প্রকার ক্যামিকেল পাবেন ০১৭৮৩৯৬৮৩৭৭
Deleteআমাদের কাছে ০১৭৮৩৯৬৮৩৭৭
DeleteThis comment has been removed by the author.
DeleteAMT chemical industry barisal 01716507750
Deleteভালো মানের ডিটারজেন্ট, ডিস ওয়াশ বার, লিকুইড ডিস ওয়াশ, কিচেন ওয়াশ, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, গ্লাস ক্লিনার, হ্যান্ড ওয়াশ, সাবান ইত্যাদি পন্য যারা হোলসেলে নিতে চাচ্ছেন। বা বিজনেস করতে চাচ্ছেন। তারা আমাদের থেকে নিতে পারেন, টনকে টন আপনার যত দরকার দেওয়া যাবে। এবং এগুলো আমাদের থেকে নিয়ে আপনি নিজের কোম্পানীর নামে ব্রন্ডিং প্যাক করে মার্কেটিং করতে পারবেন ফলে আপনার ফ্যাক্টরি বা মেশিনারীজে ইনভেস্ট করতে হবে না। আমরা আপনাকে পন্য উৎপাদন করে দিবো আপনি বিজনেস করবেন আপনার কোম্পানীর নামে। বিস্তারিত জানতে কল করুনঃ 01739078383
Deleteআমাদের দরকার মান সম্পন্ন ডিটারজেন্ট পাওডার এবং ভিম বার/ লিকুইড ডিস ওয়াস বিদেশী মোড়কে অথবা বাজারে প্রচলিত নামের বাইরে অন্য নামে । আমরা ৭/৮ জেলায় এন জি ও কর্মীর মাধ্যমে বিপণন করছি। টন টন লাগবে। কে দিতে পারবেন?
ReplyDeleteWe can supply
Delete+৮৮০১৭১২২২৩৬৩৭ WhatsApp
আমাদের সাথে যোগাযোগ করুন ০১৭৭৯৬৭৬০৩৫
DeleteAMT chemical industry barisal 01716587750
DeleteAi Number a call.din 01627874850
Deleteকেমিক্যাল কোন জেলায় পাবো
ReplyDeleteকোন ধরনের কেমিক্যাল আপনার প্রয়োজন,,০১৭৭৫৯৯৫৬৫০
Deleteডিটারজেন্ট তৈরী করতে কেমিস্ট লাগবে।
ReplyDeletemdsaiqbal@gmail.com
Deleteডিটারজেন্টের সকল প্রকার উন্নত মানের পাউডার ও লিকুইড কেমিক্যাল পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি।যা আমদানি করা হয়ে থাকে বিশ্বের বিভিন্ন উন্নতশীল দেশ থেকে। আর জানতে যোগাযোগ করুণ এই নাম্বারে 📞01934499396
ReplyDeleteআপনাদের কাছে কাপড় কাচার বাটি সাবান তৈরির ক্যেমিকেল আছে।
ReplyDeleteআমাদের কাছে আছে বিস্তারিত জানতে কল করুনঃ ০১৭৩৯০৭৮৩৮৩
Deleteকাপড় কাঁচা সাবান তৈরীর বাটি বা সাঁচ বাংলাদেশের ঢাকার কোথায় পাওয়া যায়। কেউ জানালে বা পরামর্শ দিলে উপকৃত হবো। মোবাইল নং–০১৯৩৫৮২৩৭৬৮.
ReplyDeleteভালো মানের ডিটারজেন্ট পাউডার, লুজ অথবা প্যাকেট পাইকারি মূল্যে নিতে চাইলে যোগাযোগ করুন। 01642837250। ধন্যবাদ।
ReplyDelete