.....
- Back to Home »
- উদ্যোগ , কুটির শিল্প , ব্যবসা বানিজ্য »
- উদ্যোগ : দুর্গন্ধনাশক ও জীবানুশোধক তৈরী
দুর্গন্ধনাশক ও জীবানুশোধক তৈরী
(Deodorant & Disinfectant)
উপকরণ
ক্যালসিয়াম হাইপোক্লোরাইট (Calcium Hypochlorite)-১৫ কেজি
লাইট সোডা অ্যাশ (Light Soda Ash)-১০ কেজি
পানি (Water)-৩০ লিটার
পদ্ধতি
৩০ লিটার পানিকে প্রথমে দুটি পাত্রে রাখুন। প্রথম পাত্রের পানির সঙ্গে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট মেশান আর দ্বিতীয় পাত্রের পানির সঙ্গে লাইট সোডা অ্যাশ মেশান। তারপর অপর একটি পাত্রে উভয় পাত্রের মিশ্রণটি ঢালুন এবং মেশান। তারপর থিতোতে দিন। উপরকার পরিস্রুত সলিউশনটি পলিথিন বা প্লাস্টিকের পাত্রে ভরুন।
ব্যবহারের নিদের্শ
এই সলিউশন সফট ড্রিঙ্কের বোতল, চীনেমাটির বাসন-পত্রাদি ধোওয়া, জীবানুমুক্ত ও দুর্গন্ধমুক্ত করার জন্য ব্যবহার করা যেতে পারে।
তথ্যসূত্র : কোলকাতা থেকে প্রকাশিত ‘কুটীর শিল্প’ গাইড।