.....
- Back to Home »
- ব্যবসা বানিজ্য , স্যোসাল মিডিয়া মার্কেটিং »
- মার্কেটিং ট্রিকস : নতুন মার্কেটিং পলিসি বের করার সমাধান
আপনি আপনার দোকান/শো-রুম/কোম্পানীর পণ্য বিক্রয়ের জন্য কি কি পদ্ধতি ব্যবহার করে ক্রেতাদের আকৃষ্ট করেন? যারা মার্কেটিং এক্সপার্ট তারা সমগ্র প্রক্রিয়াটিকে এমন নিপুনভাবে পরিচালনা করেন যাতে করে ক্রেতারা পণ্যটি ক্রয়ে আগ্রহী হয়ে ওঠে। একজন মার্কেটিং এক্সপার্ট মার্কেটিং ট্রিকস নিয়ে চিন্তা ভাবনা করার পূর্বে সবসময় নিজেকে একজন ক্রেতা হিসেবে কল্পনা করেন। ভাবেন, কি কি বৈশিষ্ট্য থাকলে আমি এই পণ্যটি ক্রয় করতাম? তারা বৈশিষ্ট্যগুলো বের করে এবং তা অনুযায়ী মার্কেটিং পলিসি তৈরী করেন। এই পর্যায়ে আমি কিছু প্রশ্ন রাখব। আপনাদের উত্তরগুলো দয়া করে কমেন্ট আকারে নিচে লিপিবদ্ধ করুন।
১. উপরের চিত্রে আপনি কি দেখতে পাচ্ছেন?
৩. আপনার প্রিয় ব্র্যান্ড/ব্র্যান্ডগুলো কি কি? আপনি কি সেগুলোর প্রতি আসক্ত?
৪. আপনি কি ব্র্যান্ড পরিবর্তন করেন?
৫. আপনি কি একজন বড় ক্রেতা? কেন?
৬. যদি আপনি একজন মার্কেটার হোন তাহলে কি উপায়ে আপনি বিক্রয় ত্বরান্বিত করবেন?
৭. প্রতি বছর আপনি কতগুলো পোষাক ক্রয় করেন?
৮. বেকারীর কোন খাদ্যের ঘ্রান কি আপনার নাকে এখনও লেগে আছে?
৯. আপনি কি কোন দোকানে খুব বেশি সময় ব্যয় করেন?
১০. কোন ব্র্যান্ডের পোষাক আজ আপনি পরিধান করেছেন?
১১. কোন কিছু ক্রয় করতে দোকানে বা শো-রুমে যেতে কে আমাদের প্রভাবিত করেন?
১২. কোন বড় দোকান বা শো-রুমে গেলে কোন কোন ব্যাপারুগলো আপনার খুব ভালো লাগে?
১৩. আপনার প্রিয় পানীয় কি? কোক বা পেপসি বা অন্য কোন পানীয়?
১৪. অনেকগুলো পণ্য একত্রে স্বল্পমূল্যে প্যাকেজ আকারে কি আপনি ক্রয় করতে পছন্দ করবেন? কেন?
১৫. কিভাবে মার্কেটাররা ক্রেতাদের “ইমোশন” কে প্রভাবিত করে?
১৬. একজন ক্রেতা হিসেবে আপনি বলুন, কি কি উপায়ে কোন পণ্য মর্কেট দখল করে নিতে পারে?
১৭. কি কি মার্কেটিং ট্রিকস ব্যবহার করলে একজন ক্রেতা প্রভাবিত হবে পণ্যটি ক্রয় করতে?
উপরোক্ত প্রশ্নগুলো খুব সময় নিয়ে ভেবে উত্তর করুন। উত্তর করা শেষ হলে প্রশ্ন ও উত্তরগুলো মিলিয়ে দেখুন আরেকবার। কি মাথায় নতুন কিছু আসছে? নিশ্চয়ই আপনি পেয়ে গেছেন নতুন আরেকটি মার্কেটিং ট্রিকস? তাহলে আজই সেটা কাজে লাগান আপনার দোকান/শো-রুম/কোম্পানীর বিক্রয় বাড়ানোর কাজে। আর অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভূলবেন না।