.....
- Back to Home »
- আমার লেখা , স্বরচিত কবিতা »
- জল ফরিং
জল ফরিং
- মেহেদী হাসান
- মেহেদী হাসান
দূর নীলিমায় তাকিয়ে যখন ছিলে
চুলের মাঝে আড়াল করে মিষ্টি হেসে দিলে,
মনে কি হয়েছিল-চাঁদ যে তোমার মিতা
কল্পনাতে রঙ ছড়িয়ে লিখলাম এ কবিতা।
কোমল ঘাসের ডগায় ঝুলে
শিশিরের জল-তরঙ্গ,
তোমায় দেখে মুনি-ঋষিরও
হবে ধ্যান ভঙ্গ।
তোমায় দেখে আকাশের চাঁদটিও
পেয়ে গেল যে লজ্জা,
তোমায় দেখে কঠিন পর্বতও
সাগর তীরে নিল শয্যা।
কবিতার প্রতিটি ছন্দের মতই
তুমি যে নির্মল-নির্ঝর,
পৃথিবীও তোমায় আপন করে
সকলকে করে দিবে পর।
সুহাসিনী তুমি, প্রিয়ংবদা তুমি
তুমিতো অনন্যা,
তোমার জন্য আকাশ থেকে
ঝড়বে তারার বন্যা।
শুভ্রকাশেঁর শুভ্রতায় ভরা
তোমার কোমল মন,
সবাই চাইবে থাকতে তোমার
পাশে একটুক্ষণ।
লিওনার্দের মোনালিসাও
তোমার কাছে আসবে,
জানতে চাইবে কী করে সে
তোমার মত-চিরসবুজ হাসি হাসবে।
সবাই তোমায় বন্দি করতে
চাইবে যত,
সবার চোখকে ফাকিঁ দিয়ে উড়বে তুমি
মুক্ত জল ফরিংয়ের মত।
চুলের মাঝে আড়াল করে মিষ্টি হেসে দিলে,
মনে কি হয়েছিল-চাঁদ যে তোমার মিতা
কল্পনাতে রঙ ছড়িয়ে লিখলাম এ কবিতা।
কোমল ঘাসের ডগায় ঝুলে
শিশিরের জল-তরঙ্গ,
তোমায় দেখে মুনি-ঋষিরও
হবে ধ্যান ভঙ্গ।
তোমায় দেখে আকাশের চাঁদটিও
পেয়ে গেল যে লজ্জা,
তোমায় দেখে কঠিন পর্বতও
সাগর তীরে নিল শয্যা।
কবিতার প্রতিটি ছন্দের মতই
তুমি যে নির্মল-নির্ঝর,
পৃথিবীও তোমায় আপন করে
সকলকে করে দিবে পর।
সুহাসিনী তুমি, প্রিয়ংবদা তুমি
তুমিতো অনন্যা,
তোমার জন্য আকাশ থেকে
ঝড়বে তারার বন্যা।
শুভ্রকাশেঁর শুভ্রতায় ভরা
তোমার কোমল মন,
সবাই চাইবে থাকতে তোমার
পাশে একটুক্ষণ।
লিওনার্দের মোনালিসাও
তোমার কাছে আসবে,
জানতে চাইবে কী করে সে
তোমার মত-চিরসবুজ হাসি হাসবে।
সবাই তোমায় বন্দি করতে
চাইবে যত,
সবার চোখকে ফাকিঁ দিয়ে উড়বে তুমি
মুক্ত জল ফরিংয়ের মত।