.....


উদ্যোগ : ডিটারজেন্ট পাউডার তৈরি
(Detergent Powder)

উপকরণ
সোডিয়াম ট্রিপলিফসফেট (Sodium Triployphosphate)-৩৪.০%
টেট্রা সোডিয়াম পায়রোফসফেট (Tetra Sodium Pyrophosphate)-৬.৬০%
ডিসোডিয়াম হাইড্রোজেন ফসফেট (Disodium Hydrogen Phosphate)-৯.৪০%
সোডিয়াম সালফেট (Sodium Sulphate)-১৩.৯৫%
সোডিয়াম কাবোর্নেট (Sodium Carbonate)-১.৫০%
সোডিয়াম সিলিকেট (Sodium Silicate 1:3,25 ratio)-৩.৯৮%
সোডিয়াম কাবর্ক্সমিথল সেলুলোজ (Sodium Carboxmethyl Cellulose)-০.৫৫%
সোডিয়াম এল্কিল এরিল সালফোনেট (Sodium Alkyl Aryl Sulphonate)-১৮.৭৫%
ফেটি-অ্যামাইড কন্ডেন্সেট (Fatty-amide Condensate)-২.৪৫%
ফ্লুরোসেন্ট ডাই-অপটিকাল ব্লীচ (Fluorescent dye-optical bleach)-০.০০৫%

পদ্ধতি
সূক্ষ্ম চালুনি দিয়ে ছেকেঁ নিয়ে উপরোক্ত দ্রব্যাদি ভালোভাবে মিশ্রিত করতে হবে। বেশি পরিমাণে ডিটারজেন্ট পাউডার তৈরি করতে হলে মিক্সিং (Mixing Machine) এবং শিফটিং মেশিন (Shifting Machine) ব্যবহার করা কর্তব্য।


ডিটারজেন্ট পাউডার তৈরি – দ্বিতীয় প্রণালী
(Detergent Powder – Second Method)

[এই ডিটারজেন্ট পাউডারের সাথে Water Softener বা সাবান মেশাবার প্রয়োজন হয় না]

উপকরণ
সালফেটেড কোকোনাট অয়েল মনোগ্লিসারাইড (Sulphated Coconut Oil Monoglyceride)-৩১.৫%
অ্যানহাইড্রাস সোডিয়াম সালফেট (Anhydrous Sodium Sulphate)-৬৫.৯%
সোডিয়াম ক্লোরাইড (Sodium Chloride)-১.৪৫%
ফ্লুরোসেন্ট ডাই-অপটিকাল ব্লীচ (Fluorescent dye-optical bleach)-০.০০২%

পদ্ধতি
উত্তমরূপে ছেকেঁ নিয়ে উপরোক্ত দ্রব্যাদি একত্রে মেশাতে হবে। বেশি পরিমানে এ ধরনের ডিটারজেন্ট পাউডার তৈরি করতে হলে শিফটিং মেশিন (Shifting Machine) ব্যবহার করা কর্তব্য।

ব্যবহারের নিদের্শ
আগে বস্ত্রাদির বিশেষ দাগযুক্ত অংশ তুলে নিন। তারপর গরম পানিতে ডিটারজেন্ট পাউডার মিশ্রিত করুন। পশমী বস্ত্র বা পোশাক এবং মূল্যবান সূতী বস্ত্রাদি ধোওয়ার জন্য গরম পানি ব্যবহার করা সঙ্গত। লিনোলিয়াম, কাঠের খোদাই করা কারুকায এবং চিত্রিত দেয়াল পরিষ্কার করার জন্যও এই ডিটারজেন্ট পাউডারটি ব্যবহার করা যেতে পারে।

তথ্যসূত্র : কোলকাতা থেকে প্রকাশিত ‘কুটীর শিল্প’ গাইড।


ই-মেইল সাবস্ক্রিপশন

Enter your email address:

Delivered by FeedBurner

ক্যাটাগরীসমূহ

পৃষ্ঠাসমূহ

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Protected by Copyscape

ব্লগটি মোট পড়া হয়েছে

বাঙলা ব্লগ. Powered by Blogger.

- Copyright © মেহেদী হাসান-এর বাঙলা ব্লগ | আমার স্বাধীনতা -Metrominimalist- Powered by Blogger - Designed by Mahedi Hasan -