.....
- Back to Home »
- এস.ই.ও , ওয়েবসাইট ডিজাইন »
- weebly তে ফ্যাভিকন যোগ ও ফুটার অদৃশ্য করার পদ্ধতি
weebly র দেয়া ওয়েবসাইটগুলোতে সাধারনত ফুটারে অর্থাত ওয়েবসাইটের নীচে একটি লিখা থাকে যেখানে বলা থাকে উইবলির মাধ্যমে নতুন একটি ওয়েবসাইট বানান। এই লিখাটি উঠাতে হলে আপনাকে টাকা দিয়ে উইবলি প্রো কিনতে হবে। আর একটি ব্যাপার হচ্ছে আপনি এখানে favicon এ্যাড করতে পারবেন না যতক্ষন না পর্যন্ত আপনি উইবলি প্রো কিনছেন। কিন্তু আমি এখানে যে টিউটোরিয়াল দেব তার সাহায্যে আপনি উইবলি প্রো না কিনেই একেবারে বিনামূল্যে উইবলিতে ফুটার অদৃশ্য ও ফ্যাভিকন অ্যাড করতে পারবেন। তো শুরু করা যাক।
প্রথমে আপনার ফেভিকনটি ডিজাইন করুন। এবার এটিকে JPEG/JPG মুডে সেভ করুন। এখন এখানে ক্লিক করে একে .ico ফরম্যাটে রূপান্তরিত করুন। এবার আপনার পাবলিশার ওয়েবসাইটে ফিরে গিয়ে favicon নামে নতুন একটি পেজ তৈরী করুন। এখন পেজের উপরে বাম পাশে Multimedia এর অন্তর্গত File মাউস দিয়ে ড্র্যাগ করে পেজে টেনে এনে ছেড়ে দিন। এবার আপনার ফেভিকনটি আপলোড করুন।
এখন আপনি আপনার ওয়েবসাইটটি দেখুন এবং ফেভিকনটি ডাউনলোডের জন্য ক্লিক করুন। লক্ষ্য করুন আপনার ব্রাউজারে http://www.yoursite.com/favicon.ico নামে কিছু এসেছে যার শেষে .ico রছেছে। এটিই আপনার কাঙ্খিত লিঙ্ক। এখন নোটপ্যাড খুলে নিচের প্রক্রিয়াটি লক্ষ্য করুন।
<link href=”Your-Favicon-URL” rel=”SHORTCUT ICON”>
উপরের Your-Favicon-URL এর স্থলে আপনি আপনার কাঙ্খিত লিংকটি বসান। এবার আপনার পাবলিশারে ফিরে এসে Design থেকে Edit HTML/CSS তারপর HTML এ ক্লিক করে নোটপ্যাডে লিখিত কোডটি যেকোন স্থানে পেষ্ট করে দিন। ব্যাস হয়ে গেলো আপনার পেজে ফ্যাভিকন যোগ করা।
এবার আসি ফুটারের লেখাটি গোপন করার পদ্ধতি নিয়ে।
প্রথমে Design তারপর Edit HTML/CSS তারপর CSS এ ক্লিক করুন। অত:পর নিচের কোডটি খুজে বের করুন।
/* Footer */
#footer
{
color: #C6DDEE;
background: #CCC url(footer.jpg) no-repeat center top;
clear: both;
width: 825px;
height: 62px;
text-align: center;
padding-top: 12px;
এখন #Footer { এর নীচে visibility:hidden; কোডটি বসিয়ে দিন। নিচে লক্ষ্য করুন।
/* Footer */
#footer
{
visibility:hidden;
color: #C6DDEE;
background: #CCC url(footer.jpg) no-repeat center top;
clear: both;
width: 825px;
height: 62px;
text-align: center;
padding-top: 12px;
ব্যাস হয়ে গেলো কাজ শেষ। এখন আপনার ওয়েবসাইটে গিয়ে দেখুন কি দারুন ফেভিকন এবং ফুটারে কোন লিখা নেই।
প্রিয় বন্ধুরা, এই বাংলা ব্লগ-এ আপনারা পড়ছেন weebly তে ফ্যাভিকন যোগ ও ফুটার অদৃশ্য করার পদ্ধতি